নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৩০,জুন :: আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির উপর শহরের প্রাণকেন্দ্র সিটি ২২ নম্বর ওয়ার্ডে ছিল ২ নং ব্লক তৃণমূল কার্যালয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ নোটিশ দিতেই সেই কার্যালয় খুলে ফেলল তৃণমূল স্থানীয় নেতৃত্ব।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন সরকারি জমি দখলদারীদের সরে যাওয়ার। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে এই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির ওপর অবৈধভাবে গজিয়ে ওঠা বহু নির্মাণকারীদের তিন দিনের মধ্যে সরে যাওয়ার নোটিশও দেয়। তারপরেই সেই কার্যালয় সরিয়ে নিতে দেখা যায় তৃণমূল কর্মীদের।
দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন “সরকারি জমির ওপরই এই কার্যালয়টি ছিল। দুদিন আগে একটি নোটিশ দিয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সেই নোটিশে বলা হয়েছিল তিন দিনের মধ্যে জায়গা খালি করার কথা। সেই নির্দেশ মেনেই আমরা দলীয় কার্যালয় ভেঙে দিচ্ছি নিজেরাই। পরে সরকারি জায়গায় না করে অন্য কোন জায়গায় দলীয় কার্যালয় করব।”