নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: সোমবার ১,জুলাই :: শিয়ালদহ-বনগাঁ শাখায় বড় বিপত্তির হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল। রবিবার দুপুরে হাবরা স্টেশনের কাছে গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল ৩০ নম্বর রেলগেট। সেই সময়েই ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল পাস করছিল সেখান থেকে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই সময় ভাঙা রেল গেটের একটি অংশ হেলে গিয়ে পড়ে ওভারহেডের তারের উপর। তাতেই ছিঁড়ে যায় ওভারহেডের তার। ট্রেনের যাত্রীরা জানাচ্ছেন, ওভারহেডের তার ছিঁড়ে আগুনের ফুলকি বের হচ্ছিল। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ট্রেন।
তার থেকে আগুনের ফুলকি বের হওয়ার কথা চাউর হতেই আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে রেল লাইনে নেমে পড়েন যাত্রীদের অনেকে। আতঙ্কিত যাত্রীদের কেউ কেউ আবার ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার ফলে তড়িদাহত হওয়ার আশঙ্কাও করেন।
বনগাঁ শিয়ালদা শাখায় বন্ধ রেল চলাচল। সে কারণে লোকাল যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে বাংলাদেশী যাত্রীরাও। বাংলাদেশ থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেস বনগাঁ স্টেশনে এসে তিন নম্বর প্লাটফর্ম দাঁড়িয়ে। কখন রেল চলাচল স্বাভাবিক হবে তা এখনো রেল সূত্রে সঠিকভাবে জানা যায়নি।