কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১,জুলাই :: রবিবার ৩০শে জুন বিশ্ব হুল দিবস। এই বিশ্ব হুল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে হুল দিবস। সেই পরিপ্রেক্ষিতে রবিবার সকাল বেলা আদিবাসী অধ্যুষিত বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে এদিন পালিত হয় হূল দিবস।
এদিন প্রথমে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে ব্লক প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয় যা পাকুয়াহাট ডাকবাংলা মোড়ে অবস্থিত সিধু কানু প্রতিকৃতিতে মাল্যদান করে পালিত হয় হূল দিবস। তারপর বামনগোলা কমিউনিটি হলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় হূল দিবস।
এদিন সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব হুল দিবস। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামন গোলার বিডিও মনোজিৎ রায়,সাবিনা ইয়াসমিন রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, নীতিন সিংহানিয়া মালদা জেলা শাসক, সমর মুখার্জী বিধায়ক রতুয়া, রাজ্য উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অনন্যারা।