নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ ও কর্ম বিরতির ডাক আইনজীবীদের

সুদেষ্ণা মন্ডল   :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: সোমবার ১,জুলাই  ::  সোমবার থেকে গোটা দেশজুড়ে লাগু হল নতুন আইন । এদিন থেকেই ব্রিটিশ আমলের তৈরি ফৌজদারি আইন বাতিল করে কার্যকর হলো এই নতুন আইন। স্বাধীনতার ৭৫ বছর পর ভারতে নতুন আইন কার্যকর করা হল । মোদি সরকারের দাবি, ব্রিটিশ আইনে এতো দিন সাজার কথা বলা ছিল। ১৮৯৮ সালে তৈরি ভারতীয় আইন সে আইন অবশেষে বাতিল করা হলো।
এদিন থেকে ভারতবর্ষে লাগু হলো ভারতীয় ন্যায় সংহিতা। সোমবার সকাল থেকে ডায়মন্ড হারবার মকুমার আদালতে কর্ম বিরতির ডাক দিয়েছে আইনজীবীরা। কর্ম বিরতির পাশাপাশি নতুন আইন বাতিলের দাবিতে পথে নামেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের আইনজীবীরা। আইনজীবীদের কর্ম বিরোধী ফলে সমস্যায় পড়েছে বিচার প্রার্থীরা।
এ বিষয় ডায়মন্ড হারবার মহাকুমার আদালতের আইনজীবী সুদীপ চক্রবর্তী তিনি বলেন, এই নতুন আইনের ফলে সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে পড়বে। যেখানে ন্যূনতম অপরাধ করলে ১০০ থেকে ২৫০ টাকার বিনিময়ে জামিন পায় বিচার প্রার্থীরা।
কিন্তু নতুন আইন লাগু হওয়ার ফলে করে সেই জামিনের জন্য সাধারণ মানুষকে গুনতে হবে মোটা অংকের টাকা। এর ফলে সাধারণ মানুষের আর্থিক সমস্যার মধ্যে পড়বে । নতুন আইনে বহু ধারা পরিবর্তন করা হয়েছে এর ফলে বিচার প্রার্থীরা কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়বে এর পাশাপাশি অসুবিধা হবে আইনজীবীদের।
কিন্তু এই আইনকে আবার অনেকে সাধুবাদ জানিয়েছে। ডায়মন্ড হারবার মহকুমার আদালতের এক আইনজীবী তিনি বলেন প্রতি ছয় মাস ছাড়া ছাড়া মোবাইলের ফোনের সফটওয়্যার আপডেট করতে আপনাদের সমস্যা নেই কিন্তু আইন আপডেট হলেই আপনাদের সমস্যা। আইন আপডেট হলে সাধারণ মানুষ ও বিচার প্রার্থীরা অনেকটাই সুবিধা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 14 =