সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: সোমবার ১,জুলাই :: কলকাতার বউবাজারের উদয়ন হোস্টেলে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় ইতিমধ্যে ১৪ জন গ্রেফতার হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের থানার ফটিকপুরের বাসিন্দা দুধকুমার মণ্ডল।
পরিবার সূত্র জানা গিয়েছে দুধকুমার অভাবী পরিবারের যুবক । তার বাবা নিকুঞ্জ মন্ডল পেশায় কৃষক। চাষ বাস করে কোনক্রমে সংসার চলে। অভাবের সংসারের আর্থিক অনটনকে সঙ্গী করেই উচ্চশিক্ষার জন্য কয়েক বছর আগেই কলকাতায় পাড়ি দিয়েছিলেন দুধকুমার।
ছোট থেকে পড়াশোনায় মেধাবী ছিলো । ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত নিয়ে এম এ পাশ করে। তারপর হস্টেলে থেকেই চাকরির পরীক্ষা দিচ্ছিল। অত্যন্ত শান্ত প্রকৃতির এই যুবকের গণপিটুনিতে নাম জড়ানোয় তাই একপ্রকার হতবাক তার পরিবার। পিটিয়ে খুনের ঘটনায় সে কোনোভাবেই জড়িয়ে থাকতে পারেনা বলে দাবি পরিবারের। তাই আইনের প্রতি আস্থা রাখছে গোটা পরিবার।