টালির ঘরে থেকে নিটে সাফল্যের পরও অনিশ্চয়তায় ভবিষ্যৎ

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: শুক্রবার ৫,জুলাই :: ২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬৩২ নম্বর পেয়েছে সে। অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে।

স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া সব সময় তার পাশে থেকেছে। স্নেহার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ভালো পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে সে। ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল স্নেহা। ছোট থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি।

সেসব কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে। যার জন্য খুশি সকলেই। স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় বলে জানিয়েছে। গরীব, দুস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে জানিয়েছে সে।এতো পরিশ্রমের পরেও অনিশ্চয়তায় তাঁর ভবিষ্যৎ। ২০২৪-এর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় এত বড় দুর্নীতি আগে কোন দিন হয়নি বলে অভিযোগ পরীক্ষার্থীদের।

স্নেহা বলেন, “আগের বার পরীক্ষা দিয়ে আমার খুব ভালো নম্বর আসেনি। তাতে আমি ভেঙে পরিনি। আমি জানতাম আমার চেষ্টায় ত্রুটি ছিল। কিন্তু এই বারে ৬৩২ নম্বর আসার পরও আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তায় আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =