পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার উচালন গ্রামে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৭,জুলাই :: পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার উচালন গ্রামে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার। উচালন গ্রামে ব্রাহ্মণপাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা মহিলা পূর্ণিমা যশ। ডাক্তার দেখাতে যাওয়ার জন্য এদিন মেয়ের বাড়িতে ছিলেন তিনি।

আজ সকালে মেয়ের সঙ্গে বর্ধমানের ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তার। আজ সকালে পাড়া-প্রতিবেশীর কাছ থেকে ফোনে খবর আসে যে বাড়িতে চুরি হয়েছে। চাবি তালা ভেঙে আলমারির লকার ভেঙ্গে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পাশাপাশি রীতিমতো লন্ডভন্ড চালিয়ে গিয়েছে দুষ্কৃতীর দল।

অবিলম্বে মাকে নিয়ে বাপের বাড়িতে ছুটে আসেন তার ছোট মেয়ে কাবেরী দলুই।তিনি জানিয়েছেন তার মায়ের সঞ্চয় করার নেশা ছিল। তিনি টাকা জমিয়ে রাখতে পছন্দ করতেন। সেই জমিয়ে রাখা টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। প্রায় ৫ লাখ টাকা ছিল আলমারিতে।

এছাড়াও সাত থেকে আট ভরি মত সোনার গহনা ছিল আলমারিতে। তাও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির দলিল থেকে শুরু করে সমস্ত জিনিস তছনছ করে রেখে দিয়ে গেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। ইতিমধ্যে খবর দেয়া হয়েছে মাধবডিহি থানার পুলিশকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 2 =