একেবারে কব্জি ডুবিয়ে খাওয়ার আয়োজন – মনে হবে কোনো রাজকীয় অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ৮,জুলাই :: অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণে গেলে ভালো মন্দ খাওয়া হয়েই থাকে । কিন্তু সচরাচর পূজা বাড়িতে বা বারোয়ারী পুজোতে ভোগ প্রসাদ হিসাবে খিচুড়ি, বা পায়েস খেয়ে থাকি। হাওড়ার বেলেপোল এলাকার প্রতাপ সংঘের তারা মা পূজা উপলক্ষে একে বারে রাজকীয় আয়োজন ভক্তদের জন্য।

কি নেই পরিবেশনের শুরুতেই সাদা গরম ভাতে গাওয়া ঘী, শুক্ত, ডাল, আলুভাজা, পটল আলুর তরকারি, ধোকার তরকারি, পায়েস চাটনি পাপড়, মিষ্টি, আইসক্রিম, । প্রায় ৪৫০০ জনের বেশি ভক্তদের জন্য আয়োজন করেছেন । ক্লাব এর সদস্য সৌরভ দত্ত জানান এই রাজকীয় আয়োজন করতে পেরে খুশি । এই তারা মায়ের পূজা ৩ বছর ধরে করে আসছেন ।

অতিথি হিসাবে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ জনপ্রতিনিধিরা হাজির হয়ে ছিলেন । সারা রাত ধরে পূজা অর্চনা চলবে । এছাড়া বিচিত্র অনুষ্ঠান এর আয়োজন করেছেন । সকলের ভালোবাসা ও সহযোগিতা পেলে আগামী দিনে আরো আড়ম্বর এর সঙ্গে এই পূজা করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 8 =