নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: সোমবার ৮,জুলাই :: ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ রূপামারি গ্রামপঞ্চায়েতের কুমিরমারি এলাকার ঘটনা ।আজ এলাকার মহিলারা হাড়ি কলসি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পানীয় জলের দাবিতে।
বিক্ষোভকারীদের দাবি_পাঁচ থেকে সাত বছর হয়ে গেছে এই কুমিরমারি এলাকায় পানীয় জলের সমস্যা । গ্রামের কোথাও কোথাও কল আছে কিন্তু জল নেই। পানীয় জল আনতে নদী পার হয়ে ওপারে যেতে হয় জল আনতে । মহিলাদের নদী পারাপার করে জল আনতে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু তবুও পানীয় জলের জন্য নদী পার হয়ে যেতে হয় জল আনতে।
এমনকি আমফানের পর নদীর বাঁধ ভেঙে গ্রামে নোনা জল ঢুকে প্রতিটি পুকুর জলাশয়ের জল নোনা হয়ে গেছে । সেটা ব্যবহারের অযোগ্য । তবুও স্নান এবং অন্যান্য কাজের জন্য জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ব্যবহার করতে হচ্ছে।তার ফলে ৮ থেকে ৮০ বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হতে হচ্ছে। কিন্তু পানীয় জল আনতে যেতে হয় বহু দূরে নদী পার হয়ে, বাধ্য হয়ে মানুষ নদীর নোনা জল ব্যবহার করতে হচ্ছে ।
এলাকার মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার বিধায়ককে তাদের এই দুর্দশার কথা জানিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন সমস্যার সমাধান হয়নি। তাই আজ গ্রামের মানুষের ক্ষোভের প্রতিফলন এই বিক্ষোভ ।
যদিও এই বিক্ষোভের পর রূপমারি পঞ্চায়েতের প্রধান_সাবিত্রী সিং বলেন-জলের সমস্যা আছে শুনলাম , যাতে ধ্রুত সমস্যার সমাধান হয় তিনি তার পদক্ষেপ নেবেন। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল বলেন রুপমারীতে কোন জলের সমস্যা নেই, সেখানে যথেষ্ট পরিমাণে ভালো জল পাওয়া যায়। পুরোটাই তৈরি করা ঘটনা, তবে সাময়িক সমস্যা হতে পারে সেটা দ্রুত সমাধান করা হবে।