নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৯,জুলাই :: পুরাতন মালদা: গ্রামবাসীদের দীর্ঘ লড়াইয়ের স্বপ্ন পূরণ। বর্ষা শুরু হওয়ার আগেই নতুন রাস্তা পেতে চলেছেন গ্রামবাসীরা। অবশেষে প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিক শিশান্যাস করা হল তড়িঘড়ি ।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা থাকায় সমস্যার মধ্যে পড়তে হত পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামের বাসিন্দাদের। স্কুল কলেজ থেকে প্রয়োজনীয় কাজকর্ম যেতে সমস্যায় পড়ত গ্রামবাসীরা। এদিকে বৃষ্টি হলে তো যাতায়াতি করা সম্ভব হয় না রাস্তা দিয়ে।
অবশেষে ওই এলাকায় এক কিলোমিটার ঢালাই রাস্তার শিলান্যাস করা হল।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা, তৃণমূল নেত্রী মৃণালিনী মন্ডল মাইতি সহ সহ অন্যান্যরা। এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সদস্য নাইটি হাসদা তিনি বলেন প্রায় ৪৫ লক্ষ ১১ হাজার ২৩৯ টাকা ব্যয় এই রাস্তার কাজ হবে ।
অন্যদিকে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি তিনি বলেন এই রাস্তা হয়ে গেলে প্রায় পাঁচ হাজার মানুষজনরা সমস্যা থেকে সমাধান পাবেন অন্যদিকে এলাকার এই রাস্তার কাজ হওয়ার ফলে এলাকাবাসীরা কাজকে সাধুবাদ জানিয়েছেন।