সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১০,জুলাই :: বন্ধ টয়ট্রেন পরিষেবা, নিঃসন্দেহে পর্যটকদের কাছে দুঃসংবাদ। আগামী ১১ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে টয় ট্রেন। ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে পাহাড়ে সেই জন্য একাধিক জায়গায় নেমেছে ধস। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাহাড়ে অবিরাম বর্ষণ ,সেই কারণে পাহাড়ের মাটি আলাগা হয়ে আছে। যে কোনো সময় টয় ট্রেনের লাইনের মাটি আলগা ধসে যেতে পারে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ টয় ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন চলাচল আপাতত বন্ধ। যদি পাহাড়ে পরিস্থিতির উন্নতি ঘটে, সে ক্ষেত্রে ১১ ই জুলাইয়ের পরবর্তী পরিষেবা স্বাভাবিক হবে। যদিও উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে জানানো হয়েছে ১১ জুলাই পর্যন্ত বন্ধ টয় ট্রেন পরিষেবা, তবে ১১ জুলাই এর পরে কি টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে এই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে।