নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গারুলিয়া :: শনিবার ১৩,জুলাই :: আবারও অবৈধ ভাবে পুকুর বোজানো বন্ধ করলেন গারুলিয়া পৌর সভার কাউন্সিলর ও বি এল আর ও । দীর্ঘ দিন ধরে গারুলিয়া পৌর সভার ১৩ নম্বর ওয়ার্ডে একটি বড় পুকুর জমি মাফিয়ারা ধীরে ধীরে বুজিয়ে ফেলছিল। সেটা কাউন্সিলর রবি সাহা ও পৌর প্রধান রমেন দাসের নজরে আসতেই নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ।
তৎক্ষণাৎ সরজমিনে বিষয়টি খতিয়ে দেখে পুকুর ভরাট হওয়ার কথা বি এল আর ও কে জানানো হয়। এরপর বি এল আর ও দীপঙ্কর রায় এবং স্থানীয় কাউন্সিলর রবি সাহা আইনি কাগজ পত্র নিয়ে এসে ওই পুকুর ভরাট বন্ধ করে দেন। এদিন পুকুর কতটা ছিল আর খাস জমি কতটা রয়েছে সেটা মেপে ভরাট হয়ে যাওয়া পুকুর খুঁড়ে পুনরায় আগের রূপে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বি এল আর ও।
এই পুকুর ভরাট করে যারা বাড়ি করেছে তাদেরও সাত দিনের নোটিস দিয়ে বাড়ি সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দেন বি এল আর ও । এদিন পুকুর ভরাট রুখতে এলে যারা ওই পুকুরে জমি নিয়ে বাড়ি করেছে তাদের সাথে বচসা বাধে। কিন্তু বি এল আর ও দাবি আইন আইনের পথে চলবে পুকুর ভরাট চলবে না।