নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: দীপাবলির শুভ উপলক্ষ্যে, যেখানে একদিকে ডিজেলের দাম 10 টাকা এবং পেট্রোলের দাম 5 টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকার ডিজেল ও পেট্রোলে কোনো কর ছাড় দেয়নি। এই প্রসঙ্গে, তেলের দাম কমানোর সমর্থনে নিঘা পেট্রোল পাম্পের কাছে NH 2 প্রধান সড়কে কয়েক মিনিটের জন্য রাস্তা অবরোধ করে বিজেপি। এই অবরোধে প্রধানত উপস্থিত ছিলেন শিবকুমার বর্মণ, নির্মল কর্মকার, চেয়ারম্যান সিং, প্রমোদ পাঠক, নিরঞ্জন সিং, অরিজিৎ রায়, পঙ্কজ তিওয়ারি, সন্তোষ সিং প্রমুখ।
শিবরাম বর্মণ বলেন, কেন্দ্রীয় সরকার জনগণের সুবিধার্থে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে। এর পাশাপাশি অনেক বিজেপি শাসিত রাজ্যও তাদের তরফে দাম কমিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত ভ্যাটে কোনো ছাড় দেয়নি। এর বিরুদ্ধে আজ বিজেপির পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন টিএমসি সাধারণ মানুষের কথা বলে কিন্তু সত্য হল সাধারণ মানুষের সমস্যার সাথে এর কোনও সম্পর্ক নেই।