নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৮,জুলাই :: বাবুপুরে মহরম উপলক্ষে লাঠি খেলা- পবিত্র মহরম উপলক্ষে মালদা জেলার গাজোল থানা বাবুপুর এলাকায় কারবালা উপলক্ষে লাঠি খেলার আয়োজন করে। এছাড়া ও জেলার বিভিন্ন প্রান্তে লাঠি খেলার প্রদর্শিত হয়।
বুধবার এমনেই এক দৃশ্য ধরা পড়ল গাজোল থানার বাবুপুর হাটখোলা ময়দানে। জানা যায় এই মহরম কথাটির অর্থ হচ্ছে দুঃখ। অর্থাৎ এই দিনে হযরত মুহাম্মদ এর দুই নাতি হুসেন এবং হাসানকে লস্কর দল কুফার ময়দানে শহীদ করেছিল সেই দিনটিকে সামনে রেখেই এই মহরম খেলা সৃষ্টি হয় ।
এই দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে তারা কারবালা ময়দানে গিয়ে হাসান ও হুসেনকে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং পরম্পরা অনুযায়ী বিভিন্ন ধরনের লাঠি খেলা ও কৌশল প্রদর্শন করে।
বাবুপুর মহরম কমিটির এক সদস্য রফিকুল ইসলাম বলেন তাদের পূর্বপুরুষের আমল থেকে লাঠি খেলা পরম্পরা চলে আসছে প্রতি বছরের মত এ বছরও এই পরম্পরা অব্যাহত রাখার জন্য লাঠি খেলা চলছে। এই লাঠী খেলা উপলক্ষে দূর দুরান্ত থেকে আসে বিভিন্ন দলগুলি। লাঠি খেলা দেখতে হাজারো মানুষের ভিড় জমে উঠেছে বাবুপুর এলাকায়।