নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শনিবার ২০,জুলাই :: বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের কোমরে বন্দুক ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের খড়কপুর গ্রামে। জানা যায় মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথ খড়কপুর গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষ মন্ডল অন্যান্য দিনের মতোই সন্ধ্যার সময় বাড়ির পাশে খেলার মাঠে ঘুরতে যাওয়ার সময় হঠাৎ করে
এলাকার তৃণমূল নেতা গঙ্গা কারকসহ কয়েকজন তৃণমূল নেতা তাকে খাসবার তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে মারধর করে, এবং জোরপূর্বক ঘাটালের বিজেপি বিধায়ক কে ফোন করে টাকা চাওয়ার কথা বলে, এমনকি বিজেপি পঞ্চায়েত সদস্যকে একটি কাগজের সই করতে বলে যে সে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়েছে ।
মোবাইলে একটি ভিডিও তোলে যে সে টাকা নিয়েছিল চাকরি দেওয়ার নাম করে। এর আগে অনেকবার বিজেপির পঞ্চায়েত সদস্যকে তৃণমূলে যোগদান করতে বলে এবং ১ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের।
মঙ্গলবার রাত নাগাদ তৃণমূলের পার্টি অফিসের কিছুটা দূর থেকে জখম অবস্থায় তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পরিবারের সদস্যরা, বর্তমানে বিজেপির পঞ্চায়েত সদস্য ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসাধীন