জ্বলছে বাংলাদেশ – শনিবার পর্যন্ত ৭৭৮ জন পড়ুয়া ফিরলো ভারতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২১,জুলাই :: ‘কোটা’ বিরোধী আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। বেসরকারি মতে এখন পর্যন্ত মৃত্যু শতাধিক। সেই পরিস্থিতিতে ওই দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা ছিল ভারত সরকারের কাছে একটা চ্যালেঞ্জ।

এবার ধীরে ধীরে ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরে আসছে। ক্ষোভের আগুনের আঁচ থেকে বাঁচতে তারা যেকোনও উপায়ে ফিরে আসছেন দেশে। জানা গিয়েছে, শুক্রবারই ৭০০-রও বেশি ভারতীয় পড়ুয়া উত্তর-পূর্বের সীমান্ত পার করে ভারতে চলে এসেছেন।

এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বাংলাদেশ থেকে ভারতে ফিরতে শুরু করেছে ভারতীয় পড়ুয়ারা। মূলত এমবিবিএস অর্থাৎ ডাক্তারি পড়তে গিয়েছিলেন বাংলাদেশে। ওপার বাংলার পরিস্থিতি ক্রমাগত অবনতি হতেই ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরতে শুরু করেছেন।

এখনও পর্যন্ত ৭৭৮ জন পড়ুয়া দেশে ফিরে এসেছেন। আরও ২০০ পড়ুয়া বিমানে ফিরেছেন। এখনও বাংলাদেশে আটকে ৪০০০-রও বেশি পড়ুয়া। বাকিরা ফেরার অপেক্ষায় বসে আছে। সামান্যতম সুযোগ পেলেই তারা আসবে ফিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 17 =