নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: সোমবার ২২,জুলাই :: আন্তর্জাতিক ম্যাথস অলিম্পিয়াডে ভারত প্রথম অংশ নেয় ১৯৮৯। তবে প্রথম দিকে তেমন সাফল্য আসে নি। কিন্তু এ বছর চোখ ধাঁধানো সাফল্য ভারতের। ভারত চতুর্থ স্থান অধিকার করেছে।
প্রথম আমেরিকা, দ্বিতীয় চিন, তৃতীয় দক্ষিণ কোরিয়া ও ভারত চতুর্থ। ভারতের এই সাফল্যে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন পদকজয়ীদের।সদ্যই শেষ হয়েছে ২০২৪ সালের ম্যাথস অলিম্পিয়াড । সেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারতের ৬ পড়ুয়া।
ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন কৃষ্ণন শিব সুব্রাহ্ম্যণম। গোটা অলিম্পিয়াড জুড়ে দুরন্ত পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। চারটি সোনা এবং একটি রুপো জিতেছ দলের সদস্যরা। তার জেরেই দল হিসাবে অলিম্পিয়াডে চতুর্থ স্থান পেয়েছে ভারত।