হিন্দি আর ইংরেজিতে লেখা রয়েছে হোটেলের নাম। আবার সেই হোটেলে কাজ দেওয়া হচ্ছে বহিরাগতদের এই অভিযোগে বিক্ষোভ হোটেলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২২,জুলাই :: হিন্দি আর ইংরেজিতে লেখা রয়েছে হোটেলের নাম। আবার সেই হোটেলে কাজ দেওয়া হচ্ছে বহিরাগতদের। এই অভিযোগ তুলে রবিবার সকালে দুর্গাপুরের গোপাল মাঠের ১৯নং জাতীয় সড়কের ধারে বেসরকারি হোটেলের সামনে তুমুল বিক্ষোভ এলাকাবাসীদের সঙ্গে নিয়ে ভূমি রক্ষা কমিটির।

দ্রুত হোটেলের নাম বাংলায় লিখতে হবে এবং স্থানীয়দের কাজ দিতে হবে এই দাবি তুলে চলে বিক্ষোভ। ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন,এ মাটি বাংলা এ মাটি গোপালমাঠের।

বেসরকারি হোটেলে বড় বড় করে হিন্দি আর ইংরেজিতে হোটেলের নাম। বহিরাগতদের নিয়ে এসে কাজ দেওয়া হচ্ছে হোটেলে। বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। দ্রুত হোটেলের নাম বাংলায় লিখতে হবে এবং স্থানীয়দের কাজ দিতে হবে। এই দু’দফা দাবি জানানো হলো। দ্রুত দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =