নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২৩,জুলাই :: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই বাজেটে রাজ্যের প্রতি অবহেলা করা হয়েছে। সাধারণ মানুষের চাহিদার কথা এই বাজেটে বিবেচনা করা হয়নি। তিনি জোর দিয়ে বলেন, বঙ্গ দয়া চায় না, কিন্তু অসম্মান সহ্য করবে না। তিনি সতর্ক করেছেন, যদি বঙ্গকে অবহেলা করা হয়, তা হলে মানুষ আন্দোলন করবে।
মুখ্যমন্ত্রী বলেন, বঙ্গে প্রাকৃতিক দুর্যোগ হলেও কোনো আর্থিক সাহায্য করা হয়নি। পাশের রাজ্যগুলো সেই সাহায্য পেয়েছে। তিনি বাজেটে মূল্যবৃদ্ধির দিকটাও বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ছাত্রদের জন্যও বরাদ্দ যথেষ্ট নয়। তিনি বলেন, ১৩০ কোটি মানুষের দেশে মাত্র এক লাখ ছাত্র অর্থসাহায্য পাবে।
রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ
মুখ্যমন্ত্রী বাজেটকে রাজনৈতিক পক্ষপাতমূলক বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, মানুষের চাহিদা পূরণ না করেই একটি বিশেষ দলকে খুশি করতেই এই বাজেট তৈরি করা হয়েছে। ব্যানার্জি বলেন, বঙ্গের প্রতি ঈর্ষার কারণেই কেন্দ্র সরকার বঙ্গকে অবহেলা করছে। তিনি বলেন, কেন্দ্র সরকার বরাদ্দ করা ১.৭১ লক্ষ কোটি টাকার মধ্যে বঙ্গ পায়নি এক পয়সাও। তাই রাজ্যের কষ্ট হচ্ছে।