“আমি হেরে গেলাম উত্তম।’’ – উত্তমের মৃতদেহর পাশে দাঁড়িয়ে শেষ কথা বলেছিলেন সুচিত্রা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৪,জুলাই :: বাংলা তথা ভারতীয় সিনেমার স্বর্ণযুগের স্বর্ণজুটি উত্তম-সুচিত্রা। সেই জুটির সমস্ত রোমান্টিক দৃশ্য এখনো মানুষ উপভোগ করেন। কিন্তু প্রশ্ন, বাস্তবে প্রেম না থাকলে কী এমন অভিনয় সম্ভব? প্রেম ছিল। অন্তত ঘনিষ্ঠ কেউ কেউ তাই বলেন। সমালোচক এবং দর্শক উভয়ই বিশ্বাস করতেন, বাস্তবে প্রেম না থাকলে পর্দায় সেই রসায়ন কিছুতেই ফোটানো সম্ভব নয়।

উত্তম-সুচিত্রার অফ-স্ক্রিন সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে, হচ্ছে এবং আগামীতেও হবে। কিন্তু আসল সম্পর্ক হয়তো অন্তরালেই থেকে যাবে। জানা যায়,এই বিষয় নিয়ে একবার মুখ খুলেছিলেন উত্তম কুমার। উত্তম নাকি তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, “কে বলল আমি রমার প্রেমে পড়িনি? রমাকে ভাল না বেসে থাকা যায় নাকি? তবে খুব বুদ্ধিমতী মেয়ে রমা।

কী বলেছিল জানো? বলেছিল, আমরা যদি প্রেমিক-প্রেমিকা হয়ে পড়ি, তাহলে স্বপ্নের প্রেমিক-প্রেমিকা ইমেজটায় চোট লাগবে। আমাদের ছবি তেমন আর চলবে না। দর্শক আমাদের আর রোমান্টিক জুটি হিসেবে গ্রহণ করবেন না।”তার পরেই ইতি টানা হয় সেই সম্পর্কের। উত্তম কুমারের মৃত্যু সংবাদে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন সুচিত্রা।

কিছুতেই তিনি উত্তমের মরদেহ দেখতে পারবেন না। শেষ পর্যন্ত ফোন আসে উত্তম কুমারের বাড়ি থেকেই। রোদ চশমায় চোখ ঢেকে হাজির হন, শেষবার মুখোমুখি হয়েছিলেন রমা-অরুণ। চোখের জলে সুচিত্রা সেদিন বলেছিলেন– ‘আমি হেরে গেলাম উত্তম।’ এদিকে উত্তমের মৃত্যুর পর চিরকালের মতো অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন। কোনওদিনও প্রকাশ্যে আসেননি। নিজের মুখ দেখাননি তিনি। তিনি নাকি বলেওছিলেন, “উত্তম নেই, আমার আর সকলের সামনে যাওয়ারও কোনও মানে নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =