হাওড়া :: তল্লাশি চালিয়ে মোট ৯৯টি প্যাকেট (২৩৫.১৫০ কেজি) গাঁজা উদ্ধার করা হয়েছেএকটি গাড়ির নির্মিত গোপন চেম্বার থেকে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ২৫,জুলাই :: একটি সূত্রের তথ্যের ভিত্তিতে, একটি মুরগির বাহক পিক আপ ভ্যান (WB-43/2461- রিষড়া এর মালিক সুদীপ কুমার মোদী) সাঁকরাইল থানার  অফিসারদের দ্বারা ধুলাগড় টোলে আটক করা হয়েছিল। তল্লাশি চালিয়ে মোট ৯৯টি প্যাকেট (২৩৫.১৫০ কেজি) গাঁজা উদ্ধার করা হয়েছেএকটি নির্মিত গোপন চেম্বার থেকে ।

চালক বনগাঁর ইলিয়াস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, তিনি দীঘা থেকে চাকদায় গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বনগাঁর রাজু মন্ডলের নির্দেশে নতুন দীঘায় কিছু অজানা লোক লোড দিয়েছিল এবং চাকদাতে রাজু মন্ডল নিজেই ভার গ্রহণ করেছিল। ভিডিওগ্রাফির অধীনে এসিপি সাউথ-১, এইচপিসির উপস্থিতিতে জব্দ করা হয়েছে।

চালক ও রাজু মন্ডলের বিরুদ্ধে সাঁকরাইল থানায় এনডিপিএস আইনে সুনির্দিষ্ট মামলা শুরু হয়েছে। গ্রেফতার হওয়া চালককে অধিকতর তদন্তের জন্য পিসিতে নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seven =