নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: সরকারি হাসপাতালে সীমানার পাঁচিল না থাকার ফলে হাসপাতাল চত্বরে সন্ধে হলেই বসত দুষ্কৃতীদের মদের ঠেক। তার ফলে হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা বিশেষ করে মহিলা স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তার অভাব বোধ করতেন। এই সমস্যার কথা মাথায় রেখে মিনাখাঁ তথা হাড়োয়া, ক্যানিং পূর্ব, ও সন্দেশখালি বিধানসভা কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে সীমানা পাঁচিলের শিলান্যাস হল আজ। মিনাখাঁ প্রশাসনিক দফতরের উদ্যোগে বুধবার এই মিনাখাঁ গ্রামীণ হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই সীমানা প্রাচীরের শিলান্যাস করা হয়।
এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখাঁ ব্লকের বিডিও শেখ কামরুল ইসলাম, স্বাস্থ্য আধিকারিক সুমন দাস, মিনাখাঁ ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আয়ুব হোসেন গাজী সহ আরো অনেকে। মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহায়তায় প্রায় ১২ লক্ষ টাকা খরচ করে এই সীমানা পাঁচিলের কাজ হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি,এই স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি বড় গেট ও দুটি ছোট গেট তৈরি করা হবে। আগামী চার মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে জানা গেছে।