নষ্ট হয়ে যাওয়া সেই আলুর বীমার অর্থ এখনো পর্যন্ত তারা পুরোপুরি পাননি । তাদের প্রাপ্য বীমার অর্থ ন্যায্য ভাবে পাওয়ার জন্য বিডিও অফিসে সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৭,জুলাই :: বিগত মরসুমে আলু চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লক এলাকার কৃষকরা ।প্রথমবার আলু চাষ করার পর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট হয়ে গিয়েছিল সেই আলু।আবারও দ্বিতীয়বার নতুন করে চাষ করতে হয়েছিল কৃষকদের ।

অভিযোগ নষ্ট হয়ে যাওয়া সেই আলুর বীমার অর্থ এখনো পর্যন্ত তারা পুরোপুরি পাননি । তাদের প্রাপ্য বীমার অর্থ ন্যায্য ভাবে পাওয়ার জন্য বিডিও অফিসে সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভের শামিল হলেন মেমারি ২ নম্বর ব্লকের বোহার এক নম্বর অঞ্চলের কৃষকরা ।

তাদের দাবি অবিলম্বে তাদের বীমার ন্যায্য মূল্য দিতে হবে।ঘন্টাখানেক ধরে রাস্তা অবরোধ করেন তারা ।
অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় কালনা বর্ধমান রোডে। যদিও জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দিয়েছিলেন বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 19 =