নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২৯,জুলাই :: আসানসোল হিরাপুর থানার অন্তর্গত ভুত নাথ দামোদর নদীর ঘাটে রেল ব্রিজের কাজের খতিয়ান দেখতে যায় দক্ষিনের বিধায়ক অগ্নিমিত্রা পাল । অভিযোগ করেন যেভাবে বালি মাফিয়ারা নদী গর্ভ থেকে বালি চুরি করে নিচ্ছে তারপরে ফলে রেল ব্রিজের পিলার গুলো ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে যখন তখন বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে ।
অন্যদিকে দেদার চলছে বালি তোলার কাজ বালি, অভিযোগ করে বিধায়ক অগ্নিমিত্রা পাল, তৃণমূল শাসিত বালি মাফিয়ারা বালি চুরি করে শেষ করে দিচ্ছে দামোদর নদী থেকে, প্রশাসন চুপ, দামোদর নদী থেকে বালির তুলে নেওয়ার কারণেই জলের সমস্যা দেখা দিয়েছে এবং নদী দিক পরিবর্তন ক্ষতির মুখে হয়ে যাচ্ছে।
অন্যদিকে তৃনমুল নেতা তথা কাউন্সিলার অশোক রুদ্র বলেন যে উনি তো হটাৎ আসেন আর বাজার গরম করেন , নিজের টি আর পি বাড়ানো ছাড়া উনার কিছু কাজ নেই , উনি জানাক রেল প্রশাসন কে, জানাক রাজ্য প্রশাসনকে, মুখে বললে হবে না ।