শাসকদলের নেতার দাদাগিরির পর গ্রেপ্তার। গ্রেপ্তারের পর জামিন। জামিন পাওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছেন অভিযোগকারী পরিবার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: সোমবার ২৯,জুলাই :: শাসকদলের নেতার দাদাগিরির পর গ্রেপ্তার। গ্রেপ্তারের পর জামিন। জামিন পাওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছেন অভিযোগকারী, পাল পরিবার।। প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা যাচ্ছে মহিলাকে মারধর করছে এক পুরুষ। অথচ পুলিশ জামিন যোগ্য ধারায় মামলার রুজু করলো।

শাসক দলের নেতা বলেই কি পার পেয়ে গেল ? পূর্ব বর্ধমান জেলার কালনার তৃণমূলের নেতা গোপাল তিওয়ারির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, তৃণমূলের প্রভাব খাটিয়ে বলপূর্বক জমি দখলের। সুজাতা পালের অভিযোগে শনিবার রাতে গ্রেফতার কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি। রবিবার তোলা হয় কালনা আদালতে।

কালনা শহর তৃনমূল কংগ্রেস সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি জোর করে জায়গা দখল করে প্রাচীর দিয়ে ঘিরতে চাইলে বাধা দেওয়ায় মহিলার বাড়ি ঢুকে মারধর।অভিযোগ,গোপাল তিওয়ারি সশস্ত্র লোকজন এনে এই পরিবারের উপর চড়াও হয়,বাদ পড়েনি শিশুরা।

এই পরিবারের আরো অভিযোগ গোপাল তিওয়ারি এই জায়গা কেনার কথা থাকলেও জোর করেই জায়গা দখল নিতে আসে।পাশে বসবাস করা বাড়ির প্রবেশের রাস্তা না ছেড়েই ঘিরেও নেয়।তার প্রতিবাদ করতেই মারধর।এছাড়াও এই পরিবারের অভিযোগ তৃনমূল দলে থেকে প্রভাব খাটিয়ে গোপাল তিওয়ারি বহু জায়গা দখল করেছে।

প্রতিবাদ করলেই হুমকি দেয়।বর্তমানে আক্রান্ত পরিবারের বাড়ি থেকে বার হবার কোন রাস্তায় নেই।
অন্য দিকে আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে গোপাল।আজ তাকে কালনা আদালতে তোলা হয়।

জানা যায়, 351/2,79,115/2,117/2ও 3 এবং 4 ধারা দেয়া হয়েছিল নতুন আইনের। সেই কারণে জামিন পেয়ে গেলেন অভিযুক্ত গোপাল তিওয়ারি। জানালেন সরকারি আইনজীবী। তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে শাসক দলের নেতা বলে লঘু ধারা দেওয়া হয়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =