নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: সোমবার ২৯,জুলাই :: পশ্চিম মেদিনীপুর: রাস্তার উপর স্ট্যাচুকে কেন্দ্র করে, বেশ কয়েক মাস রাস্তায় গাড়ি যাতায়াত সমস্যা হচ্ছিলো। রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ট্যাচু অন্যত্র সরানো হয়।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের রাজ্য সড়কের ওপর যেই ট্যাচুটি ছিল বাবা তিলকৌ মাঝির মূর্তিটি যেখানে ছিল গাড়ির ধাক্কায় স্ট্যাচু গ্লাস ভেঙ্গে যায় তবে স্ট্যাচুর কোন ক্ষতিগ্রস্ত হয়নি।
ভারত জাকাত মাঝি পরগনা মহলের কমিটির লোকজন খবর পেয়ে এসে পৌঁছায় ঘটনাস্থলে। তাদের সাথে রাস্তার কাজের লোকজনদের বচসা শুরু হয়। খবর পেয়ে চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ওসি ও রামজীবনপুর আইসি।
তারপর মূর্তির গ্লাস সারিয়ে দেওয়ার আশ্বাস দেয় পুলিশ। সেই মতো এদিন ভারত জাকাত মাঝি পারগানা মহলের কার্যকর্তার উপস্থিতিতে মূর্তিটি স্থাপন করা হলো। উপস্থিত ছিলেন ঘাটাল তল্লাট পারগানা বাবা দেবেন্দ্রনাথ মুম্মু সহ অন্যান্যরা।