সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৩০,জুলাই :: সকালে ঘুমের আড়মোড়া ভেঙে দিতে চায়ের কোন বিকল্প নেই। খারাপ মুড কে ভালো মুডে পাল্টে দিতে পারে এক কাপ চা। কারো পছন্দ লিকার চা, কারো বা দুধ চা, কারো আবার গ্রিন টি, কারো লেমনটি। তবে চা কিন্তু মাস্ট, চায়ের বিকল্প তা নিজেই।
শিলিগুড়ি থেকে কিছু জুড়ে অবস্থিত চাঁদমনি চা বাগান। সেখানে নিয়ম করে চা শ্রমিকরা চা-পাতা তোলেন। খুব সুন্দর এই চা বাগান, প্রতিদিন চা শ্রমিকরা এই চা বাগান থেকে চা পাতা তোলার কাজ করেন। কোন চা শ্রমিক কত কেজি চা পাতা তুললো তা পরিমাপ করার জন্য রয়েছে মেশিন। সত্যি চা শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করেন বলেই আমরা ঘরে বসে চায়ের স্বাদ উপভোগ করতে পারি।