কেরলে মৃতের সংখ্যা বেড়ে ৫২ – আহতের সংখ্যা বেড়েই চলেছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কেরল :: মঙ্গলবার ৩০,জুলাই :: প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ অবস্থা কেরলের মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল। উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী। দুঃখ প্রকাশ করেছেন প্রধান মন্ত্রী। অত্যাধিক বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি ধস নামে৷ গাছপালা, বাড়ি-ঘর হুড়মুড়িয়ে নেমে আসে পাহাড়ের গা বেয়ে।প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷

সাম্প্রতিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা আরও বেড়ে দাঁড়াল ৫৪ জন৷ প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে ১২২ মাদ্রাস ব্যাটেলিয়ান থেকে সেকেন্ড ইন কমান্ডের নেতৃত্বে ৪৩ জনের দল উদ্ধার কার্যে সাহায্যের জন্য কেরল পৌঁছে গিয়েছে৷

প্রশাসন সূত্রে জানা গেছে, ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ উদ্ধারকার্যে ড্রোনের ব্যবহার করা হচ্ছে৷ খবর পাওয়া যাচ্ছে মুন্ডাকাইতে ব্রিজ ভেল্লামালার এক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মল্লমপুরের চালিয়া নদীথেকে ভূমিধ্বসে আটকে পড়া মাানুষের মধ্যে অন্তত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷

কেরলে অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যের বেশ কিছু অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রকাশ্যে এসেছে কিছু ভিডিও চিত্র। সেই ছবি দেখে চমকে উঠছে মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =