উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণ মাস শিবের জন্ম মাস উপলক্ষে চলছে বাবার মাথায় জল ঢালা এবং শ্রাবণী মেলা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: বুধবার ৩১,জুলাই :: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণ মাস শিবের জন্ম মাস উপলক্ষে চলছে বাবার মাথায় জল ঢালা এবং শ্রাবণী মেলা। এই শ্রাবণী মেলা দ্বিতীয় সপ্তাহে পড়ল। একমাস জুড়ে এই মেলা চলবে। বলে জানান মন্দির কমিটির সম্পাদক গিরিন দেব।

গতকাল রাত থেকেই পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকালে মন্দির চত্বরে ভিড় ছিল লক্ষ্য করার মতন। দূরদূরান্ত থেকে ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালে। পরবর্তীতে তারা নিয়ম ভ্রমণ করে প্রসাদ খেয়ে গন্তব্যস্থলে রওনা হয়। দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যথেষ্ট ভিড় ছিল।

মন্দির চত্তরে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আশেপাশে হাইরোড এবং তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় ময়নাগুড়ি থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়। মহিলা পুলিশ সহ সাদা পোশাকের পুলিশ। যদিও ছোটখাটো দু একটি ঘটনা ছাড়া কোন রকম অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =