নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৩১,জুলাই :: স্কুলে ঢোকার মুখে হাটু সমান সেই জল পেরিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হয় স্কুলের ছাত্র-ছাত্রীদের। মাঝে মধ্যেই জল কাদার মধ্যে পড়ে গিয়ে হাত পায়ে আঘাত প্রাপ্ত হয় স্কুলের ছাত্রছাত্রীরা।
বর্ষা এলেই এমনই সমস্যার মধ্যে পড়তে হয় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের কাষ্ঠশালি চর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের।এদিন স্কুলে পৌঁছে দেখা গেল ছাত্র-ছাত্রীরা জল পেরিয়ে স্কুল থেকে বেরোচ্ছে। এ প্রসঙ্গে স্থানীয় গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরেই স্কুলে ঢোকার ৩০ মিটার আগে আগে থেকেই জল পেরিয়ে স্কুলে ঢুকতে হয় বাচ্চাদের।
বর্ষার সময় মূলত এই সমস্যা। বহুবার স্থানীয় পঞ্চায়েত অফিস বিডিও অফিসে জানিয়েও কোন কাজ হয়নি। একই সাথে ডেঙ্গুর উপদ্রব বাড়ছে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন ছাত্রদের ৷ তিনি বলেন আমরা চাই অবিলম্বে এই সমস্যার সমাধান হোক।