নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ব্যুরো (লস অ্যাঞ্জেলস} :: বুধবার ৩১,জুলাই :: স্বাভাবিক কারণেই প্রশ্ন জাগে মনে যে বিশ্বের সবচেয়ে ছোট ট্রেন কোনটি ও তা কোন দেশে চলে? এটি একটি মিনি ট্রেন, যা ন্যারোগেজ রেলের মতো চলে। কারণ এই ট্রেনের রুট অনেকটা খাড়া ঢালের মতো।
এটি ১ মিনিটেরও কম সময়ে যাত্রা শেষ করে। এই ট্রেনে অলিভেট এবং সিনাই নামে দুটি বগি রয়েছে, যা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষকে নামিয়ে দেয়। হ্যাঁ,লস অ্যাঞ্জেলসের দুটি জায়গা থেকে এই ট্রেন চালানো হয়।
১৯০১ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বন্ধু কর্নেল জেডব্লু এডি এই ট্রেন চালু করেছিলেন। এই রেল কোচ ৩৩ ডিগ্রি ঢালে উঠতে পারে। এই ট্রেনকে বলা হয় অ্যাঞ্জেলস ফ্লাইট। ২০০১ সালে একটি বড় দুর্ঘটনা ঘটে। এরপর ২০১০ পর্যন্ত বন্ধ ছিল ট্রেন। ২০১৩ সালে একটি কোচ লাইনচ্যুত হয়। এরপর আবার ২০১৭ সাল পর্যন্ত বন্ধ ছিল। এটি পুনরায় চালু করা হয়েছে।