নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ১,আগস্ট :: সংসদের চলতি অধিবেশনে যদি পৃথক কামতাপুর রাজ্য গঠন নিয়ে কেন্দ্রীয় সরকার উদ্যোগী না হয় তাহলে ১৫ আগষ্টের পর থেকে আন্দোলনে নামার হুশিয়ারি দিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল।
কোচবিহারে সাংবাদিক বৈঠক করে সংগঠনের পক্ষ বলেন, ৭৫ বছর থেকে কামতাপুরের মানুষ সংবিধানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই উত্তরবঙ্গের ৮ জেলা, অসমের কিছু অংশ এবং বিহারের পূর্নিয়া, কিশানগঞ্জ সহ তিনটি জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি জানানো হয়েছে।
পাশাপাশি জীবন সিংহের সাথে যে শান্তি আলোচনা শুরু হয়েছে দ্রুত সেই আলোচনা তরান্বিত করতে হবে। নাহলে মিটিং, মিছিল, অবরোধ, রেল রোকো হবে।