দুর্গাপুরের বিধাননগরের পার্ক এভিন্যুতে জলের রিজার্ভার থেকে পাটা খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই জনের ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::দুর্গাপুর :: বৃহস্পতিবার ১,আগস্ট :: দুর্গাপুরের বিধাননগরের পার্ক এভিন্যুতে জলের রিজার্ভার থেকে পাটা খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই জনের । প্রতিবেশী কাঞ্চন লায়েক জানিয়েছেন বাড়িটি সঞ্জীব চট্টোপাধ্যায়ের । তিনি বছর তিন আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান ।তার পরিবারের লোকজন এখন বাইরে থাকেন ।

এই বাড়ির জলের রিজার্ভার লিক হয়ে যাওয়ায় নতুন করে জলের রিজার্ভার ঢালাই করে তৈরি করা হয় । সেই কাজেই রাজমিস্ত্রী হুমায়ুন শেখ [ আনুমানিক ৫৫ বছর ] এবং আরও কয়েকজন আসেন ঢালাই এর পাটা খুলতে ।প্রথমে একজন ভিতরে নামার পরে অজ্ঞান হয়ে যায় ,তারপরে রাজমিস্ত্রী হুমায়ুন শেখ নামেন ,।

তিনিও অজ্ঞান হয়ে যান । এরপরে প্রতিবেশী কাঞ্চন লায়েক পুলিশ এবং দমকলে খবর দেন ।পুলিশ এবং দমকল আসে । উদ্ধার করে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দুই জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 11 =