৪৩টি ওয়ার্ডেই পরিষেবা বন্ধ করে সাফাই কর্মীদের সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থান চার দিনে পড়লো-দুর্গাপুর পুর নিগমে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::দুর্গাপুর :: বৃহস্পতিবার ১,আগস্ট :: ৪৩টি ওয়ার্ডেই পরিষেবা বন্ধ করে সাফাই কর্মীদের সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থান চার দিনে পড়লো। দুর্গাপুর পুর নিগমের সামনে অস্থায়ী সাফাই কর্মীদের সাথে আন্দোলনে শামিল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা সহ কংগ্রেস শ্রমিক সংগঠন নেতৃত্ব।

২৪০০ অস্থায়ী সাফাই কর্মী দুর্গাপুর পুর নিগমের সামনে সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থানে সামিল হন। অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, আসানসোল পুরসভার সাফাই কর্মীদের দৈনিক মজুরি ৩৪৭ টাকা হলেও দুর্গাপুর পুর নিগমের সাফাই কর্মীদের দৈনিক মজুরি ২০২ টাকা। মহিলা সাফাই কর্মীদের দিয়ে ভ্যান চালানো হচ্ছে।

পিএফের টাকা বকেয়া, চিকিৎসার জন্য প্রাপ্য ইএসআই পরিষেবা সহ নানান ভাবে বঞ্চিত করা হচ্ছে। দুর্গাপুর পুর নিগমের কাছে সেই দাবি জানানো হলেও দেওয়া হচ্ছে না কোন গুরুত্ব। দ্রুত দাবি পূরণ করা না হলে লাগাতার চলবে এই সত্যাগ্রহ অনশন ও গন অবস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 3 =