নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১,আগস্ট :: বর্ধমান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এর রসিকপুর এলাকায় ডেঙ্গির আক্রমণ রুখতে কলকাতা থেকে একটি প্রতিনিধি দল ও বর্ধমান পৌরসভার প্রতিনিধি সহ বর্ধমান দক্ষিণের বিধায়ক পরিদর্শনে এলেন। রাজ্যজুড়ে ক্রমশ জড়ানো হচ্ছে ডেঙ্গির থাবা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
রাজ্যের বিভিন্ন জেলা ও মহাকুমা গুলো রয়েছে এই তালিকায়। বর্ধমান পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের রশিকপুর এলাকায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। তবে পরিস্থিতির সামাল দিতে বর্ধমান পৌরসভা তৎপর । খোলা হয়েছে জরুরি কল সেন্টার। এখনো পর্যন্ত রসিকপুর এলাকায় মোট ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত বলে জানান কলকাতা থেকে আগত রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডলি চৌধুরী।
তিনি আরো বলেন পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে এবং ওই ১২ জন ডেঙ্গি আক্রান্ত ব্যক্তি বাড়িতেই অবজারভেশনে আছে। পাশাপাশি এদিন হেল্থ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ বিধায়ক ও পৌরসভার অনান্য আধিকারিকারিকরা ডেঙ্গি আক্রান্ত রুগীর বাড়িতেও পরিদর্শন করেন তারা।