সিনি প্রতিটি জেলায় সার্ভে শুরু করেছে মার্চ ২০২৪ থেকে এবং সার্ভে রিপোর্ট অনুযায়ী উত্তর ২৪ পরগনা জেলায় ২০২৩ -২৪ এবং ২০২৪-২৫ এই দু বছরের মধ্যে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত ২২৩ জন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তর ২৪ পরগনা :: বৃহস্পতিবার ১,আগস্ট :: উত্তর ২৪ পরগনা জেলার সুদূর নৈহাটি ,কাঁচড়াপাড়া,ব্যারাকপুর, বনগাঁ,বসিরহাট, মিনাখাঁ ,হাসনাবাদ ,মালতিপুর, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ,দেগঙ্গার গা ঘেঁষে বয়ে গেছে ইছামতি, বিদ্যাধরীর মত বড়ো বড়ো নদী যা একেবারে বঙ্গোপসাগরে মিশেছে।এছাড়াও মেছো ভেড়ি,পুকুর ,জলাশয়ে পরিপূর্ণ অনেক নদীনালা ।

খালবিলে সারা বছর ধরে কত মানুষ,শিশু জলে ডুবে মারা যাচ্ছে,যার সঠিক তথ্য পাওয়া মুশকিল।পাবলিক হেলথ এই জলে ডোবা মৃত্যুর সংখ্যা কত তার দু বছরের সার্ভের কাজ শুরু করেছে রাজ্যের প্রতিটি জেলায়।সিনি(Child In Need Institute) প্রতিটি জেলায় সার্ভে শুরু করেছে মার্চ ২০২৪ থেকে এবং সার্ভে রিপোর্ট অনুযায়ী উত্তর ২৪ পরগনা জেলায় ২০২৩ -২৪ এবং ২০২৪-২৫ এই দু বছরের মধ্যে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত ২২৩ জন যা আগামী দিনে আরো বেশি হবে বলে মনে করা যায়।

২৫ শে জুলাই থেকে World Drowning Prevention Day তে CINI বিভিন্ন স্থানে প্রচার অভিযান শুরু করেছে।এই প্রসঙ্গে সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শ্রী জয়ন্ত চৌধুরী বলেন আজকের এই প্রচার জেলার বিভিন্ন ফেরিঘাটে,বিভিন্ন এলাকায় বিভিন্ন জলাশয়ের ধারে কিভাবে সকলে সচেতন থাকবে এবং কিভাবে জলে ডোবার হাত থেকে রক্ষা পাবে তার প্রচার অভিযান যেমন করা হচ্ছে

তেমন অপরদিকে জেলায় জেলায় একটি সঠিক কতো জলে ডোবা মৃত্যু আছে (২বছরে)তার তথ্যও পাওয়া যাবে ।অন্য দিকে মানুষ সচেতন হলে বহু শিশু জলে ডোবার হাত থেকে রক্ষা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 6 =