নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২,আগস্ট :: টানা বর্ষনে জলমগ্ন পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা।রাজ্যের পাশাপাশি জেলায় জেলায় গত কাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। চাষের জমিগুলোতে হাঁটু সমান জল হয়েছে। গত কাল থেকে আজ পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে। মাঠে মাঠে শুরু হয়েছে চাষের কাজ। চাষিরা জানাচ্ছেন চাষের জমিতে জল জমে গেলেও এক দু দিনেই তা নেমে যাবে শুরু হবে ধান রোয়ার কাজ।
বৃষ্টির অভাবে এতদিন চাষ বন্ধ ছিল, মাঠ শুকিয়ে যাচ্ছিল। বীজ ধান মরে যাচ্ছিল এই বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে এরা। ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেয়েছে মানুষ। আজও ভারী থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে জেলা জুড়ে। এত স্বস্তির মাঝেও মৎস্য চাষীদের একটু অসুবিধার মধ্যেই পড়তে হচ্ছে।
ধানের জমিতে জল জমে যাওয়ার ফলে পুকুরেও সেই জল গিয়ে পড়ে পুকুর ও ধানের জমি এক হয়ে গেছে, ফলে পুকুর থেকে মাছ বেরিয়ে যাচ্ছে বলেই মনে করছেন। ফলে মৎস্য চাষিরা একটু ক্ষতির মুখেই পড়বেন। চাষিরা জানাচ্ছেন গত বছর থেকে বর্ষা আসতে দেরি হলেও খুব একটা ক্ষতি হবে না বলেই মনে করছেন চাষীরা।