নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৩,আগস্ট :: রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবকে দেওয়া অনুদানের ৫ লক্ষ ৩১ হাজার টাকা আত্মসাৎকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা। ইট, পাটকেল, লাঠিসোটা এমনকি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্যে দুই রাউন্ড গুলি করে তৃণমূল কর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
এই ঘটনায় রঞ্জন মন্ডল, নমিতা মন্ডল, রিন্টু মণ্ডল সহ প্রায় ১০ জন তৃণমূল কর্মী আহত হয়েছে। মালদার ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিষপুর এলাকার ঘটনা। তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনার একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাঠিসোটা এবং ইট পাটকেল নিয়ে একে অপরকে হামলা করতে।
এই ঘটনায় ইতিমধ্যেই বিজেপি কর্মী প্রভাষ মন্ডল, সুভাষ মন্ডল সহ ১২ জন বিজেপি কর্মীর নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীদের পক্ষ থেকে। আক্রান্ত এবং গ্রামবাসীদের অভিযোগ, তারা তৃণমূল করে। লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু বিজেপি জিতেছে।
তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের ওপর ছিলই। তার ওপর ক্লাবের অনুদানের ৫ লক্ষ ৩১ হাজার টাকা আত্মসাৎ করায় সেই ঘটনার প্রতিবাদ করেছিল তারা। এই কারণে বিজেপি কর্মীরা তাদের গ্রামে চড়াও হয়ে মারধর করেছে তাদের।