নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: শনিবার ৩,আগস্ট :: দুদিন ধরে হয়েছে ভারী বৃষ্টিপাত আর যার জেরে দ্বারকা নদীতে বেড়েছে জলস্তর আর এর ফলেই সোঁজ থেকে মল্লারপুর যাবার যে গ্রামীণ রাস্তা রয়েছে নদী পারাপারের জন্য দ্বারকা নদীর উপর শুক্রবার সন্ধ্যা নাগাদ ডুবে গেল সেই লোহার ব্রিজ।
উল্লেখ্য বৃহস্পতি ও শুক্রবার দুদিনের টানা বৃষ্টিতে দ্বারকা নদীতে বেড়েছে জলস্তর আর যার ফলে সোঁজ গ্রামের কাছে দ্বারকা নদীর উপর রয়েছে একটি লোহার ব্রিজ আর এই ব্রিজ দিয়েই মূলত টৈকেড্ডা, সোঁজ, কোট এছাড়াও বিভিন্ন গ্রামের মানুষ খুব সহজেই এই ব্রিজ দিয়ে মল্লারপুর যাতায়াত করে থাকে। আর নদীতে জলস্তর বাড়ায় ডুবে গেল সেই লোহার ব্রিজ যার ফলে সমস্যায় পড়েছেন নদীর দুই প্রান্তের মানুষজন।