নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শনিবার ৩,আগস্ট :: পূর্ব বর্ধমানের কালনায় লালজী বাড়ির মন্দির। ভারতবর্ষে ঐতিহ্যবাহী মন্দির হিসেবে স্থান পেয়েছে ভারতের ডাকটিকিটে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই রাজবাড়ী চত্বরে এই মন্দিরকে দেখবার জন্য। ২৫ চূড়ার এই মন্দির টেরেকোটা কাজের জন্য বিখ্যাত ।
নিকাশি ব্যবস্থা বেহাল দশায় এখন এই মন্দির জলে জলময়। এক হাঁটু জল পেরিয়ে মন্দিরে ঢুকতে হচ্ছে। এই মন্দিরের রক্ষণাবেক্ষণে আছে পুরাতত্ত্ব বিভাগ। জল পেরিয়ে পর্যটকদের আসতে হচ্ছে এই মন্দির চত্বরে। তাই হতাশ পর্যটকেরা।