BREAKING NEWS :: বৃহস্পতিবার সকালে গলসির উচ্চগ্রামে প্রায় ৪০-৪৫টি হাতির দল – এলাকায় আতংক

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: গলসী :: বৃহস্পতিবার সকালে গোলসির উচ্চ গ্রামে প্রায় ৪০-৪৫টি হাতির একটি দল আচমকাই গ্রাম বাসী দেখে আতঙ্ক হয়েছে।বেশ কয়েকটি গ্রামের ভিতর। ধান জমির উপর দিয়ে এই হাতির দল কে যেতে দেখে প্রথমে গ্রামবাসীরাই তাড়া করা শুরু করে। পরে বনবিভাগের আধিকারিক, কর্মী এবং হুলা পার্টির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাতির দলটিকে এলাকা থেকে নিরাপদে সরিয়ে আউসগ্রামের দিকে পাঠানোর চেষ্টা চালাচ্ছে।

ঘটনাস্থলে গলসি থানার পুলিশ উপস্থিত হয়েছে। এদিকে হাতির তান্ডবে বিঘের পর বিঘে জমির পাকা ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, এখন ধান কেটে ঘরে তোলার কাজ শুরু হয়েছে। এই সময় বিশাল হাতির দল ধানের জমিতে ঢুকে পড়ায় প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে চাষীদের বলে আশংকা করছেন তাঁরা।গ্রাম বাসি ততন বাগদি বলে, আজ ভোরে মাঠে যাবার সময় দেখি এক দল হাতি জমি দিয়ে যাচ্ছে, এর পরই আমরা হাতি গুলোকে তাড়ানোর উদ্যোগ নি। পরে বনদপ্তরের আধিকারিকরা আসে।এই হাতি গুলো বাঁকুড়া থেকেই এসেছে বলে মনে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 4 =