নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৪,আগস্ট :: প্রবল বৃষ্টিতে যে সকল মানুষদের ঘরবাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে স্থানীয় জনপ্রতিনিধিদের মারফত কিছু ত্রিপল তুলে দিলেন আজ জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি উপস্থিত হয়ে। বিগত ২-৩ দিনের বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার মুগুড়া অঞ্চলে বহু মানুষের বাড়ি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেই সকল ক্ষতিগ্রস্ত পরিবার গুলির হাতে কিছু ত্রিপল তুলে দেওয়া হয় আজ। বিধায়ক অলক কুমার মাঝি তার নিজস্ব বিধায়ক তহবিল থেকে আর্থিক সহায়তায় এই ত্রিপল গুলি দিয়েছেন। তবে তার আগে পুরো এলাকা জুড়ে সার্ভে করা হয় যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই কয়েকদিনের প্রবল বৃষ্টিতে।
যে সকল বাসিন্দাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে বা যারা সমস্যায় পড়েছেন তাদের হাতে এই ত্রিপল গুলি তুলে দেওয়া হয় মুগুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিপ্লব গুহর পক্ষ থেকে। এদিন প্রায় ১৬ থেকে ১৭ টি পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হলো বলে জানিয়েছেন তিনি।। আরো বেশ কিছু ত্রিপল রয়েছে সেগুলিও ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।