নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা(ওয়ানাড ):: সোমবার ৫,আগস্ট :: প্রকৃতির তাণ্ডবে বিধ্বস্ত কেরলের ওয়েনাড়ে। সেখানে আটকে পড়া বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপদে ঘরে ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্যসচিব বি পি গোপালিকা প্রতিনিয়ত কেরল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।
অভিবাসী শ্রমিকদের প্রয়োজনীয় সমস্ত সহায়তা দিতে ইতিমধ্যেই ওয়েনাড়ে হাজির হয়ে গিয়েছে তৃণমূলের দুই সাংসদ সুস্মিতা দেব ও সাকেত গোখেল। এদিনই ধস-বিধ্বস্ত ওয়েনাড়ে পরিদর্শন করে তাঁরা বার্তা দিয়েছেন, দুর্যোগে বিধ্বস্ত বাংলার প্রত্যেক বাসিন্দাকে আগলে রাখছে মা-মাটি-মানুষের সরকার।
কেরলে আটকে পড়া বাংলার শ্রমিকদের পাশেও রয়েছে। দিদি আছেন সকলের সঙ্গে সকলের পাশে। আমরা মানুষের পাশে দাঁড়াতে এখানে এসেছি। গোটা বাংলাই তাঁদের পাশে রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেরলের ওয়েনাড়ে পৌঁছে এক্স হ্যান্ডেলে সাংসদ সাকেত গোখেল ও সুস্মিতা দেব সেই বার্তা দিয়েছেন।