নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিলি :: মঙ্গলবার ৬,আগস্ট :: ওপার বাংলার উত্তেজনার আঁচ এপার বাংলার হিলি সীমান্তে এসে লাগলো। হাসিনার পতন ও বাংলাদেশ সেনাবাহিনীর হাতে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই যাতায়াত যেমন বন্ধ হয়ে যায়। তেমনি ভারতীয় হিলি সীমান্তের ওপারে বাংলা হিলি সীমান্তে আন্দোলনকারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এপার থেকেই দেখা যায় উত্তেজিত জনতা ওপারের একটি বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে।পাশাপাশি বেশ কিছু জায়গায় ভাংচুর চালায় তারা। এরপরেই নিমেষে এপার হিলি সীমান্তে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে। বি এস এফ সতর্ক হয়ে যায়। চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়। হিলি সীমান্তে বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বালুরঘাট থেকে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা হিলি ছুটে আসেন।
তারা হিলি সীমান্তে প্রহারত বি এস এফ এর উচ্চ পদাধিকারিদের সাথে বৈঠক করে পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে বলে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান