নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ৬,আগস্ট :: বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই ১ নং গ্রাম পঞ্চায়েতের ‘বনকী আদিবাসী পাড়া শিশু শিক্ষা কেন্দ্র’ জলের তলায়। বন্ধ পঠন পাঠন থেকে মিডডে মিল। প্রাক প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ১৭ জন ছাত্রছাত্রী রয়েছে।
চারদিন ধরে শিশু শিক্ষা কেন্দ্রে জল থৈ থৈ অবস্থা যার কারণে বন্ধ রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের পঠন পাঠন ও মিডডে মিলের কাজ। সেকারণেই শিশু শিক্ষা কেন্দ্রের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, প্রতিবছর বর্ষা শুরু হলেই এই সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের দাবি বারবার প্রশাসনকে জানানো হলেও সমস্যা সমাধানের কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি।