দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মিড ডে মিল পাচারের অভিযোগ উঠেছে

দীপঙ্কর রায় :: সংবাদ প্রবাহ :: দঃ দিনাজপুর :: দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে লোহাগঞ্জ উচ্ছ বিদ্যালয় বেশ কিছু দিন আগে লোহাগঞ্জ উচ্ছ বিদ‍্যালয় মিড ডে মিল চাল পাচারের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও পরিচালন কমিটির বিরুদ্ধে । লোহাগঞ্জ উচ্ছ বিদ‍্যালয় প্রধান শিক্ষক মৃনাল কর্মকার জানিয়েছেন ২০১৬ সাল থেকে লোহাগঞ্জ উচ্ছ বিদ‍্যালয় আবসিক ছাএ ছাত্রীদের মিড ডে মিলের সামগ্ৰী পাঠানো হচ্ছিল । মিড মিল চাল পাচারের অভিযোগ ভিত্তিহীন বলে জানালেন লোহাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কর্মকার ।

এই প্রসঙ্গে লোহাগঞ্জ উচ্ছ বিদ‍্যালয় পরিচালন সভাপতি আবুল হাসান জানিয়েছেন লোহাগঞ্জ উচ্চ বিদ‍্যালয়ের ৭০ জন ছাত্রের শচিন্দ্রনাথ একাডেমি আব‍্যসিক হোষ্টেল মিড মিল খাদ‍্য সামুগ্ৰী পাঠানো হয়েছে । এই প্রসঙ্গে শচিন্দ্রনাথ একাডেমি হোষ্টেল ছাত্র দের জন্য মিড ডে মিলের খাবার পৌঁছে দেবার জন্য ছাত্রের বাবা লিখিতভাবে আবেদন করেছে প্রধান শিক্ষকের কাছে । লোহাগঞ্জ উছ বিদ‍্যালয় মি ডে মিল চাল পাচার অভিযোগ মিথ্যা অভিযোগ বলে জানান লোহাগঞ্জ উচ্ছ বিদ‍্যালয় সহ শিক্ষিকা সনিকা রায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =