দামদর নদের জলস্তর বাড়ায় এলাকার মানুষকে মাইকে প্রচার করে সচেতন করলেন মসজিদের ইমাম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৬,আগস্ট :: গত দুদিনের ভারী বৃষ্টির জেরে ঝাড়খণ্ডের পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার ফলে রবিবার দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক জল ছাড়া হয়। এর ফলে দামোদর নদের তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রবিবার বিকেল থেকে দামোদর নদের তীরবর্তী কাঁকসার সিলামপুর গ্রামের সীমানা দিয়ে বিপদ সীমার উপর দিয়ে জল বইতে থাকে। যার কারনে প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে সতর্ক করা হয়। প্রশাসনের সেই নির্দেশ যাতে সকল মানুষের কাছে পৌঁছায় তাই গ্রামের মসজিদ থেকে মাইকে এলাকার সকল মানুষকে মাইকিং করে সতর্ক থাকার কথা জানান মসজিদের ইমাম।

পাশাপাশি এলাকা জলমগ্ন হওয়ার আগে সকল মানুষকে তাদের জরুরী জিনিস নিয়ে সিলামপুর কমিউনিটি হলে যাওয়ার জন্য আবেদন করা হয়। আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর জানিয়েছেন। এখনো পর্যন্ত তেমন ভয় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 4 =