নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ৬,আগস্ট :: রূপনারায়ণপুর থেকে গৌরান্ডি যাওয়ার রাস্তার দশা বেহাল । অতিভারী বৃষ্টিতে রাস্তার পাশে মাটি ক্ষয়ে গেছে।দেখে মনে হচ্ছে যেনো বড়সড় ধস নেমেছে রাস্তায়।রূপনারায়ণপুর আমডাঙ্গা মোড় ছাড়িয়ে কিছুটা যাওয়ার পর টাবাডি গ্রামের কাছে একেবারে পিচ ঘেঁষে বিশাল এলাকায় এই দৃশ্য দেখা দিয়েছে।
মাটি ক্ষয়ে যাওয়ার জন্যই পথচারীরা আতঙ্কে আছে । এমনিতেই দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকা এই রাস্তা চলাচলের পক্ষে বিপজ্জনক হয়েছিল। এই রাস্তা এবার আরো বিপজ্জনক হয়ে উঠল।জানা গেছে গৌরান্ডি রোডের উপর এই জায়গায় থাকা কালভার্টের মুখ মাটি ফেলে বন্ধ করে দেওয়ার ফলে রাস্তার ওপর দিয়ে জল বয়ে যায়।
কিন্তু লাগাতার বৃষ্টির জল রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে কালভার্ট লাগোয়া রাস্তার পাশের মাটি ক্ষয়ে গিয়েছে।দেখে মনে হবে যেনো ধস।স্থানীয়দের দাবি অবিলম্বে এই রাস্তার মেরামত করা হোক।