প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন অবিনাশ

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ৭,আগস্ট :: ইতিহাস গড়ার স্বপ্ন বুনছেন অবিনাশ সাবলে। প্যারিস অলিম্পিক থেকে অ্যাথলেটিক্সে পদক জিতবার স্বপ্ন দেখছেন তিনি। প্রসঙ্গত পুরুষদের ৩০০০ মিটারে স্টিপলচেজে অসাধারণ পারফরম্যান্স । তিনি পৌঁছে গেছেন ফাইনালে।

বুধবার ভারতীয় সময় অনুসারে গভীর রাতে ফাইনালে অবতীর্ণ হবেন তিনি। পদক জিতলে ইতিহাস সৃষ্টি করবেন। কারণ, একমাত্র পদকই এসেছে জ্যাভলিনে । উল্লেখ্য গতবার নীরজ চোপড়া অলিম্পিকে পদক জিতে ছিলেন। প্যারিস অলিম্পিকে এই প্রথমবার ভারত থেকে কোনও অ্যাথলিট ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠেছেন।

রাউন্ড ১ হিট ২-তে অবিনাশ পঞ্চম হন । তিনি সময় নিয়েছেন ৮ মিনিট ১৫.৪৩ সেকেন্ড। প্রসঙ্গত মোট তিনটি হিট থেকে প্রথম পাঁচে থাকা ১৫ অ্যাথলিট ফাইনালে পদকের জন্য দৌড়াতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 17 =