বাস ও টোটোচালকের মধ্যে বচসা, মারধর এর জেরে বন্ধ আরামবাগ ১৬/২০ রুটের বাস চলাচল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আরামবাগ :: শুক্রবার ৯,আগস্ট :: বাস ও টোটোচালকের মধ্যে বচসা, মারধর এর জেরে বন্ধ আরামবাগ ১৬/২০ রুটের বাস চলাচল বন্ধ রেখে দফায় দফায় বিক্ষোভে নামেন বাসের চালক ও কর্মীরা।

তাদের দাবী, রাস্তায় টোটো দৌরাত্ব বন্ধ করতে হবে। বাস ও টোটো চলাচলের আলাদা রাস্তা নিদিষ্ট করতে হবে। এদিকে বাস চলাচল না করায় এদিন সকাল থেকেই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের ।
জানা গেছে,কয়েকদিন আগে খানাকুল ব্যাসস্ট্যান্ড চত্বরে যাত্রী তোলাকে কেন্দ্রকরে এক টোটোচালকের সাথে বচসায় জড়িয়ে পড়েন ১৬/২০ রুটের এক বাসচালক।

অভিযোগ, বচসা বেশীদুর না গড়ালেও ওই বাসচালক বাস নিয়ে আরামবাগের মায়াপুরে পৌছালে ওই টোটোচালক দলবল নিয়ে বাসের চালক ও কর্মীদের বাস থেকে নামিয়ে মারধর করে। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসকর্মীরা ।

দোষীর শাস্তি ও অবিলম্বে এলাকাজুড়ে টোটোচালকদের দাদাগিরির বিরুদ্ধে সরব হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় তারা। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহন না করায় অনিদিষ্টকালের জন্য বাস বন্ধ করে বিক্ষোভে নেমেছে বাসকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + three =